নারায়ণগঞ্জে স্টিল মিলে মেশিন বিস্ফোরণে নিহত ২, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর মেশিন বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চার জন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর মেশিন বিস্ফোরণে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও চার জন।

গতকাল রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

ওসি মাহমুদুল হাসান বলেন, ‘রূপগঞ্জের বরফা এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর মেশিন বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে মিজান নামের এক শ্রমিক মারা যান। দগ্ধদের ঢাকায় পাঠানো হয়।’

তবে, চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক ফাহিমের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ফাহিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাচ্চু মিয়া জানান, ধানমন্ডির একটি ক্লিনিকে ভর্তি ছিল ফাহিম। সেখান থেকে বিকেল চারটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

এ ঘটনায় দগ্ধরা হলেন- আবু সিদ্দিক (৩০), রাজু(৪০), শাকিল(২০), রফিক(৪৫)। নিহতরা হলেন- ফাহিম (২৫) ও মিজান (৩৩)।

দগ্ধ রাজুর ভাই মো. সাজু বলেন, ‘আমার ভাইসহ দগ্ধরা রূপগঞ্জের বরফা এলাকায় প্রিমিয়ার রি-রোলিং স্টিল মিলে কাজ করে। রাতে কাজ করার সময় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরিত হয়। এতে গলানো লোহা তাদের শরীরে পড়ে দগ্ধ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় মিজান নামের এক শ্রমিক। বাকি দগ্ধদের ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘দগ্ধ পাঁচ শ্রমিককে ভোরে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

ইনস্টিটিউটের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ মো. আহসান হাবিব জানান, ‘পাঁচ শ্রমিককে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে, হাসপাতালের আইসিইউ বেড খালি না থাকায় তাদের বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে।’

Comments

The Daily Star  | English

Hasina’s energy adviser Tawfiq-e-Elahi held

Former prime minister Sheikh Hasina’s energy adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from the capital’s Gulshan area last night.

4h ago