ফেনীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ফেনীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ফেনী সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার কিশোরকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হলে আদালত তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়ে ফেনী কারাগারে পাঠান।
বিকেলে একই আদালতে ভুক্তভোগী কিশোরীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানান ওসি মো. আলমগীর হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোর একজন টমটম চালক। পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীকে কথা আছে বলে বাড়ির পাশে জমির আইলে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে।
পরে এ ঘটনা জানাজানি হলে গতকাল ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই কিশোরের নাম ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
Comments