গোলখরার ইতি টানবেন মেসি?
লিওনেল মেসি কয়েক দিন আগে বলেছেন, এখন গোল করার দিকে তিনি কম মনোযোগী। বার্সেলোনা অধিনায়কের সাম্প্রতিক পারফরম্যান্সও সাক্ষ্য দিচ্ছে তার বক্তব্যের। তবে এটাও ঠিক যে, ৩৩ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে যাচ্ছেন বাজে কিছু পরিসংখ্যান সঙ্গী করে।
স্প্যানিশ লা লিগায় শনিবার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মেসিদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
লা লিগা ২০২০-২১
* এবারের লা লিগার শুরুর চার ম্যাচে মাত্র এক গোল করেছেন মেসি। ২০০৫-০৬ মৌসুমের পর গোলমুখে এটাই তার সবচেয়ে বাজে রেকর্ড।
* শেষ তিন ম্যাচে কোনো গোল করতে পারেননি তিনি। পারেননি সতীর্থদের কোনো গোলের যোগান দিতে।
* ম্যাচপ্রতি মাত্র ১.৭টি শট লক্ষ্যে রাখতে পেরেছেন মেসি। যা ২০০৯-১০ মৌসুমের পর থেকে সর্বনিম্ন।
* প্রতি ম্যাচে গড়ে ২.৭টি ড্রিবল সম্পন্ন করতে পেরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০০৬-০৭ মৌসুমের পর যা সবচেয়ে কম।
এল ক্লাসিকো
* সবশেষ চার এল ক্লাসিকোতে কোনো গোল নেই মেসির। রিয়ালের বিপক্ষে অবশ্য টানা পাঁচ ম্যাচে গোল না পাওয়ার অভিজ্ঞতাও আছে তার।
* এল ক্লাসিকোতে সর্বোচ্চ ২৬ গোলের কীর্তিও মেসির। ১৮ গোল নিয়ে তার ঠিক পেছনে আছেন রিয়ালের দুই সাবেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও আলফ্রেদো দি স্তেফানো।
রিয়ালের বিপক্ষে সংখ্যায় মেসি
মোট ম্যাচ- ৪৩
গোল- ২৬
অ্যাসিস্ট- ১৪
জোড়া গোল- ৫
হ্যাটট্রিক- ২।
Comments