কলকাতা মোহামেডানে যাওয়ার খবর উড়িয়ে দিলেন জামাল
গত সেপ্টেম্বরের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিলেন ভারতে ঘরোয়া ফুটবল খেলতে যাচ্ছেন জামাল ভূঁইয়া। সেই গুঞ্জন আরও ডানা মেলে গেল শুক্রবার। কলকাতার একটি গণমাধ্যম জানায়, কলকাতা মোহামেডানের সঙ্গে আলাপ আলোচনা চলছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের। তবে জামাল এই খবর একেবারেই উড়িয়ে দিয়েছেন।
কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম সেখানকার গণমাধ্যমে জানিয়েছিলেন, তাদের সঙ্গে আলাপ চলছে জামালের। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। সব কিছু ঠিক থাকলে পরবর্তী আই-লিগে দেখা যেতে পারে জামালকে।
বাংলাদেশে সামনের ঘরোয়া মৌসুমে কেবল ৩৫ শতাংশ পারিশ্রমিক ঠিক করে নতুন চুক্তি হতে যাওয়ায় জামাল সাইফ স্পোর্টিং ছেড়ে কলকাতা মোহামেডানে চলে যাচ্ছেন বলেও গুঞ্জন রটেছিল। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে দারুণ খেলে নজর কাড়েন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর থেকে ভারতের ক্লাবগুলোর নজরে আছেন তিনি।
তবে দ্য ডেইলি স্টারকে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন মোহামেডানে যাওয়ার খবর সত্য নয়, ‘ওয়াসিম বা ওই রিপোর্টারকে জিজ্ঞেস করুন যে মোহামেডান আমাকে কোন চুক্তি প্রস্তাব করেছে কিনা? যদি তারা সেটা করত তাহলে আমি বলতে পারতাম যে প্রস্তাব পেয়েছি।’
জামাল জানান, যদি সত্যি এমন কোন প্রস্তাব পান তাহলে তিনি তা আড়াল করবেন না, ‘যদি সত্যি এমন কোন চুক্তির প্রস্তাব আসে তাহলে বাংলাদেশের গণমাধ্যমে আমি আগে জানাব, চিন্তার কিছু নেই।’
কলকাতার ক্লাবের হয়ে এর আগেও খেলেছেন বাংলাদেশের তারকারা। ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ও কলকাতা মোহামেডানের সময়ে নানা সময়ে খেলেছেন প্রয়াত মোনেম মুন্না, শেখ মোহাম্মদ আসলাম রুমি করিম, কাইসার হামিদ, রুম্মান বিন ওয়ালি সাব্বির, আলফাজ আহমেদরা।
সব শেষ ২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লিগে অ্যাতলাটিকো দি কলকাতার হয়ে খেলতে গিয়েছিলেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।
Comments