অন্তিম শয়ানে ব্যারিস্টার রফিক-উল হক
প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হককে আজ বিকেলে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। বিকেল সাড়ে তিনটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) প্রাঙ্গণে নামাজে জানাজার পরে তাকে সমাধিস্থ করা হয়।
আজ সকালে ঢাকার আদ-দ্বীন হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার রফিক-উল হক। দাফনের আগে দেশের সর্বস্তরের মানুষ প্রবীণ এই আইনজীবীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনসহ সরকারের পদস্থ অনেকেই রফিক-উল হক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
Comments