কবিতা কৃষ্ণমূর্তি আজ সিঁথির অতিথি
কণ্ঠশিল্পী সিঁথি সাহা টেলিভিশনে সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’ উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।
এই অনুষ্ঠানে আলাপনের পাশাপাশি জনপ্রিয় কিছু গান গেয়ে শোনাবেন এই শিল্পী। এ ছাড়াও, কথা বলবেন করোনাকালীন জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। থাকবে প্রশ্নের ‘এক কথায় উত্তর’ ও ‘হ্যাঁ-না’ উত্তর।
মাছরাঙা টেলিভিশনে নিয়মিত প্রচারিত ‘সিঁথির অতিথি’ শিরোনামে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন কবিতা কৃষ্ণমূর্তি।
সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি বিভিন্ন ভাষায় গান করেছেন। বিশেষ করে শাস্ত্রীয় সংগীতে তিনি অসামান্য অবদান রেখেছেন।
‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানটি আজ ২৪ অক্টোবর রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
Comments