কোমান: কেন সবসময় ভিএআরের সিদ্ধান্ত বার্সেলোনার বিপক্ষে যায়?

ছবি: টুইটার

ডি-বক্সের মধ্যে জটলায় রাফায়েল ভারানের হাতে লাগে বল। পেনাল্টির আবেদন জানায় বার্সেলোনার খেলোয়াড়রা। বল অন-টার্গেট না থাকায় স্বাভাবিকভাবেই সে অবেদনে সাড়া দেননি রেফারি। ডি-বক্সের মধ্যে বল টার্গেটে না থাকলে সাধারণত তা এড়িয়ে যায় রেফারিরা। তেমনি অস্বাভাবিক কিছু না হলে ডি-বক্সের মধ্যে কেউ জার্সি ধরে টান দিলেও এড়িয়ে যান রেফারিরা। কিন্তু আগের দিন অবিশ্বাস্য এমনই এক সিদ্ধান্তের নিষ্পত্তি হয়ে ভিএআরে। বার্সেলোনার আপত্তি সেখানেই।

শুধু তাই নয়, ম্যাচের ২৮তম মিনিটে তিন খেলোয়াড়কে কাটিয়ে রিয়াল মাদ্রিদের ডি-বক্সে ঢুকে পড়েছিলেন লিওনেল মেসি। পেছন থেকে তাকে ফেলে দেন কাসেমিরো। এ সিদ্ধান্ত নিয়েও রয়েছে বিতর্ক। আরও বেশ কয়েকবারই প্রতিপক্ষের অর্ধে বিপজ্জনক জায়গায় ফাউলের সিদ্ধান্ত যায়নি বার্সার পক্ষে। সবমিলিয়ে তাই বার্সা কোচের প্রশ্ন, 'কেন সবসময় ভিএআরের সিদ্ধান্ত বার্সেলোনার বিপক্ষে যায়?'

সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ উগলে দিয়ে বলেছেন, 'আমি রেফারিকে জিজ্ঞাসা করেছি এবং আশা করি স্পেনে ভিএআর ব্যবহারের ইস্যু ব্যাখ্যা করবেন। গত পাঁচ দিনে ভিএআরের সব সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গিয়েছে। সেভিয়ার বিপক্ষে মেসি পেনাল্টি পায়নি, গেতাফের বিপক্ষে দুই লাল কার্ডের অনেক ব্যাখ্যা রয়েছে। আরও অনেক উদাহরণই রয়েছে। কেন সবসময় ভিএআরের সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যায়?'

৫৮তম মিনিটে ডি-বক্সে সের্জিও রামোসের জার্সি ধরেছিলেন ক্লেমোঁ লংলে। যার ফলে ভিএআরে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু দেখা যায় রামোস সামনের দিকে না পড়ে পেছনের দিকে পড়েছেন। রামোসের এমন আচরণের সমালোচনাও করেন কোমান, 'কেউ যদি আপনার জার্সি তার দিকে টেনে ধরে তাহলে আপনি সামনের দিকে পড়বেন, পেছনের দিকে নয়।'

তবে দিনশেষে ম্যাচের ফলাফল মেনে নিয়েছেন বার্সা কোচ। সামনের দিকে নজর দিচ্ছেন তিনি, 'আমাদের এ ফলাফল মেনে নিতে হচ্ছে। আমরা এ নিয়ে কথা বল, বিশ্লেষণ করব। ফলাফল ইতিবাচক নয়, তবে আমাদের ইতিবাচক খেলতে হবে। আমাদের সুযোগ তৈরি করতে হবে। যেটা আমি বললাম, পেনাল্টি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। লিগে আমরা দুটো ম্যাচ হেরেছি, তবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।'

উল্লেখ্য, এখন পর্যন্ত লা লিগায় মোট ৮১৫টি ম্যাচে ভিএআর ব্যবহার করা হয়েছে। এর মধ্যে এ নিয়ে ছয়বার জার্সি টেনে ধরায় পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারিরা। তবে প্রতিবারই তা সরাসরি রেফারির দৃষ্টি কাড়ে। এই প্রথম ভিএআরে পরীক্ষা করে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

39m ago