ডাইভ দেওয়ার ব্যাখ্যা দিলেন রামোস

'কেউ যদি আপনার জার্সি তার দিকে টেনে ধরে তাহলে আপনি সামনের দিকে পড়বেন, পেছনের দিকে নয়।' সংবাদ সম্মেলনে এমনটাই বলে গেলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান।
ছবি: রয়টার্স

'কেউ যদি আপনার জার্সি তার দিকে টেনে ধরে তাহলে আপনি সামনের দিকে পড়বেন, পেছনের দিকে নয়।' সংবাদ সম্মেলনে এমনটাই বলে গেলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান।

আর ঠিক এ প্রশ্নটাই করা হয় রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসকে। রামোস স্বীকার করেছেন ইচ্ছে করেই ডাইভ দিয়েছিলেন। তবে কেন দিয়েছেন তার ব্যাখ্যাও দিয়েছেন রিয়াল অধিনায়ক, 'লংলে আমার জার্সি টেনে ধরে তখন আমি লাফ দেওয়ার সিদ্ধান্ত নেই, এটা পরিষ্কার।'

আর এরপরই যোগ করে বলেন, 'আমার মনে হয় এটা পরিষ্কার পেনাল্টি।' আর এ সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক করাও ঠিক না বলে জানান রামোস, 'এ ধরণের ঘটনায় রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক করা আমার মতে ঠিক না।'

আগের দিন এল ক্লাসিকোর ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় বার্সেলোনা। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচের বাজি পাল্টে যায় দ্বিতীয়ার্ধে। ৫৮তম মিনিটে ডি-বক্সে সের্জিও রামোসের জার্সি ধরেছিলেন ক্লেমোঁ লংলে। তখন পেছনের দিকে ডাইভ দেন রামোস। পরে রেফারির কাছে পেনাল্টির আবেদন জানান। রেফারিও তার আবেদনে সাড়া দেন। ফলে পেনাল্টি পায় রিয়াল। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন রিয়াল অধিনায়ক। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা। অলআউট খেলতে গিয়ে উল্টো আরও একটি গোল হজম করে।

লা লিগার ইতিহাসে এখন পর্যন্ত মোট ৮১৫টি ম্যাচে ভিএআর ব্যবহার করা হয়েছে। এর মধ্যে এ নিয়ে ছয়বার জার্সি টেনে ধরায় পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারিরা। তবে প্রতিবারই তা সরাসরি রেফারির দৃষ্টি কাড়ে। এই প্রথম ভিএআরে পরীক্ষা করে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

6h ago