ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আজ রোববার ভোররাতে উপজেলার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, চুয়াডাঙ্গাগামী মাইক্রোবাসকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের যাত্রী মোশারফ হোসেন (৭৫) ও মোমেনা খাতুন (৬০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। তাদের মধ্যে চার জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং এক জন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, মোশারফ হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। মোমেনা খাতুনের বাড়ি চুয়াডাঙ্গার রেল কলোনিতে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে।
Comments