নিখুঁত একটি ম্যাচ খেলেছে রিয়াল, বলছেন জিদান
রোমাঞ্চকর ম্যাচে বার্সেলোনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে বরাবরের মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের বেশ কিছু ঘটনা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ। বিশ্বকাপজয়ী সাবেক তারকার মতে, তার দল একটি নিখুঁত ম্যাচ খেলেছে। সার্জিও রামোসের আদায় করা পেনাল্টি ও ভিএআর নিয়ে বিতর্কের জন্ম হলেও জয় তাদের প্রাপ্য ছিল বলে জানিয়েছেন তিনি।
ন্যু ক্যাম্পে শনিবার রাতে মৌসুমের প্রথম ক্লাসিকোয় ৩-১ গোলে জিতেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ফেদেরিকো ভালভার্দের গোলে শুরুতেই অতিথিরা এগিয়ে যাওয়ার মিনিট দুয়েকের মধ্যে সমতা টানেন স্বাগতিকদের আনসু ফাতি। বিরতির পর রিয়ালকে স্পট-কিক থেকে ফের এগিয়ে নেন অধিনায়ক রামোস। শেষদিকে লস ব্লাঙ্কোসদের জয় নিশ্চিত করেন লুকা মদ্রিচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান তার শিষ্যদের প্রশংসায় বলেছেন, 'আজ আমরা একটা পারফেক্ট (নিখুঁত) ম্যাচ খেলেছি। আমরা তিন পয়েন্ট পেয়েছি। এর বেশি কিছু নয়। এখন আমাদের বিশ্রাম নিতে হবে ও উপভোগ করতে হবে। আমরা উপভোগ করতে করতে মঙ্গলবারের (উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ বরুসিয়া মনশেনগ্লাডবাখ) ম্যাচ নিয়ে ভাবব। কারণ, খেলাগুলো খুব দ্রুত সামনে চলে আসে। গত কয়েকদিনে আমরা যে পরিমাণ সমালোচনার শিকার হয়েছি... আমাদের শান্ত থাকতে হবে এবং খেলার মতো খেলতে হবে।'
চোট কাটিয়ে এ ম্যাচে রিয়ালের একাদশে ফেরেন রামোস। তার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন জিজু, 'আমরা জানি সার্জিও কী। কেবল একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং সবকিছু মিলিয়ে। আমরা সবসময় তাকে আমাদের দলে চাই। আমি দলের জন্য খুব খুশি। আজ যেভাবে দল খেলেছে, সেভাবে তাদেরকে খেলতে দেখাটা জরুরি। আমরা তিন পয়েন্ট অর্জন করেছি। আরেকটি দারুণ ব্যাপার হলো, সার্জিওর কোনো সমস্যা হয়নি।'
বার্সা ডিফেন্ডার ক্লেমোঁ লংলে রামোসের জার্সি টেনে ধরায় ভিএআরের সাহায্যে পেনাল্টির দিয়েছিলেন রেফারি। কিন্তু এ নিয়ে মতভেদ চললেও জিদান কথা বাড়াতে চাইছেন না, 'একজন রেফারি ছিলেন। তিনি (ভিএআরের মাধ্যমে) যাচাই করতে গিয়েছিলেন এবং পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন। আমি কখনো রেফারিদের নিয়ে কথা বলি না। তাদের কাজ খুব কঠিন। আমি আজও (শনিবার) তাদের নিয়ে কথা বলব না। আমাদের জয় প্রাপ্য ছিল। কারণ, আমরা ৩-১ গোলে জিতেছি। কারণ, আমরা বেশি গোল করতে সক্ষম হয়েছি। আমাদের কেবল আজকের জয় নিয়ে ভাবা উচিত।'
উল্লেখ্য, ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বাদশ স্থানে।
Comments