ধামরাইয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক নিহত
ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শুকুর আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি বলেন, ‘আজ রোববার সকালে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের কাছের গ্রামের একটি বাঁশঝাড় থেকে শুকুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।’
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘গতকাল রাতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হয় কৃষক শুক্কুর। তিনি আর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরে সকালে ওই গ্রামের একটি বাঁশঝাড়ের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুড়িকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Comments