রায়হান হত্যা: গ্রেপ্তার আরও ১, আবার রিমান্ডে কনস্টেবল টিটু
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদের মৃত্যুর মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সাইদুল শেখের এই মামলার সঙ্গে সম্পৃক্ততা ছাড়াও বিভিন্ন অভিযোগ থাকায় গ্রেপ্তার করা হয়।
আজ রোববার দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান।
তিনি বলেন, ‘সাইদুল শেখ এবং তার সঙ্গে আরও একজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছেন। অপর ব্যক্তি পালিয়ে যাওয়ায় সাইদুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা যায়, রায়হান হত্যার পর ঘটনাটিকে ছিনতাই করতে গিয়ে গণপিটুনি হিসেবে সাজাতে সহযোগিতা করেছিলেন সাইদুল এবং অপর ব্যক্তি।
এদিকে ৫ দিনের রিমান্ড শেষে বন্দরবাজার ফাঁড়ির বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আবারো তিন দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই।
আজ দুপুরে তাকে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পিবিআই পুলিশ সুপার।
Comments