২৯ অক্টোবর থেকে ভারতে বিমানের নিয়মিত ফ্লাইট শুরু
ঢাকা থেকে ভারতের তিন গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালু করতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিল্লির পর কলকাতা ও মধ্য নভেম্বরে চেন্নাইয়ে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলবে।
বিমানের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর থেকেই ঢাকা-দিল্লি-ঢাকা নিয়মিত ফ্লাইট শুরু হবে। এর দুদিন পরই ১ নভেম্বর থেকে শুরু হবে কলকাতার সঙ্গে নিয়মিত ফ্লাইট। সব শেষে ১৫ নভেম্বর থেকে চলবে ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট।
এসব রুটের যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। তবে সব ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত সরকারের সর্বশেষ নির্দেশনা মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।
Comments