২৯ অক্টোবর থেকে ভারতে বিমানের নিয়মিত ফ্লাইট শুরু

ফাইল ছবি/ শাদমান আল সামি

ঢাকা থেকে ভারতের তিন গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালু করতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিল্লির পর কলকাতা ও মধ্য নভেম্বরে চেন্নাইয়ে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলবে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর থেকেই ঢাকা-দিল্লি-ঢাকা নিয়মিত ফ্লাইট শুরু হবে। এর দুদিন পরই ১ নভেম্বর থেকে শুরু হবে কলকাতার সঙ্গে নিয়মিত ফ্লাইট। সব শেষে ১৫ নভেম্বর থেকে চলবে ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট।

এসব রুটের যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। তবে সব ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত সরকারের সর্বশেষ নির্দেশনা মেনে যাত্রীদের ভ্রমণ করতে হবে।

Comments

The Daily Star  | English

Garment exporters prefer cheaper Maldives, bypassing Dhaka, Indian airports

Exporters say the traditional air shipment routes through Dhaka, Kolkata, Colombo or Singapore had either become too expensive or too slow

17m ago