৪ ঘণ্টা পর আবার শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ
১২ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছিল। কয়েকটি ছোট ফেরি মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট ও মাদারিপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে যাত্রী বহন করে চলছিল। ফেরিগুলো চলাচল করছিল পদ্মা সেতুর ৩৮ নম্বর পিলারের পাশ দিয়ে চায়না চ্যানেল ব্যবহার করে।
চার ঘণ্টা এই চ্যানেলে ফেরি চলাচলের পর পদ্মা সেতু কর্তৃপক্ষ এই পথ ব্যবহার না করার আহ্বান জানিয়েছে, এমনটিই বলছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এরপর থেকে আবারও বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। ফলে আজ সোমবার সকাল ৬টায় ফেরি চলাচল চালু হলেও সকাল ১০টায় আবার তা বন্ধ হয়ে যায়।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, পদ্মা সেতুর যেই চ্যানেল ব্যবহার করে ফেরি পারাপার করতে দেওয়ার অনুমোদন সরকার দিয়েছে, তা মানছে না বিআইডব্লিউটিসি। ফেরি কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইনের চলমান কাজের পাশ দিয়ে যাচ্ছে। এ ছাড়া, পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে তাদেরকে নির্দেশনা মেনে ফেরি চলাচল করতে বলা হচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যারিন ম্যানেজার আহমেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ৬টা থেকে পাঁচটি ফেরি চলাচল শুরু করেছিল। এসব ফেরি পদ্মাসেতুর একটি চ্যানেল দিয়ে চলছিল। কিন্তু, পদ্মাসেতু কর্তৃপক্ষ তাদের চ্যানেল ব্যবহার না করার জন্য বিআইডব্লিউটিসিকে বলে। এরপর থেকেই আবার বন্ধ হয়ে যায় ফেরি পারাপার। এখন কোন নৌরুট দিয়ে ফেরি চলবে, সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১২ দিন বন্ধ থাকার পর ফেরি চালু হয়েছিল। অনেকেই ফেরি চালুর খবর পেয়ে ঘাটে গাড়ি নিয়ে আসছেন। এরপর আবার ফিরেও যাচ্ছেন। তাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া এই রুট ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাট পরিদর্শক মোহাম্মদ সোলেমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল থেকে স্বাভাবিকভাবে লঞ্চ ও স্পিডবোট চলছে। যাত্রীদের চাপ গেল কয়েকদিনের মতোই আছে। এই নৌরুটে বর্তমানে ৮২টি লঞ্চ চলাচল করছে। নাব্যতা সংকটের কারণে লঞ্চ আটকে যাওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।’
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফরিদপুর, কিশোরী ও কাকলি ফেরি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যায়। ফেরি চালুর সময় যানবাহনের উপস্থিতি তেমন ছিল না। সকাল ১০টা ৪৫ মিনিটে ঘাট এলাকায় কোনো যানবাহন অবস্থান করতে দেখা যায়নি।’
Comments