হৃদরোগে বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. তাহিরের মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল ৮টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বসয় হয়েছিল ৮০ বছর।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা।
অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
উল্লেখ্য, অধ্যাপক ডা. মো. তাহির ২০০৬ সালের ২১ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৪ নভেম্বর পর্যন্ত বিএসএমএমইউর ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
Comments