রিফাত হত্যা মামলা: ১৪ কিশোর আসামির রায় আগামীকাল

বহুল আলোচিত বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামীকাল ঘোষণা করা হবে। বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন।
নিহত রিফাত শরীফ। ছবি: সংগৃহীত

বহুল আলোচিত বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামীকাল ঘোষণা করা হবে। বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন।

গত ১৪ অক্টোবর এসব আসামিদের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন আদালত। ওই আসামিদের মধ্যে জামিনে থাকা আট আসামি আদালতের নির্দেশে নিজ নিজ আইনজীবীর জিম্মায় আছেন। অপর আসামিরা বরগুনা কারাগারের শিশু ওয়ার্ডে আছেন। তাদের আগামীকাল রায় ঘোষণাকালে আদালতে হাজির করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল রিফাত হত্যা মামলার ১৪ কিশোর আসামির রায় ঘোষণা করা হবে। এর আগে ১৪ অক্টোবর মামলার উভয়পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে আদালত মামলার রায়ের দিন নির্ধারণ করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আদালতে এসব আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছি এবং আশা করছি আদালত এ মামলায় উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।’

আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ১৩ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামির রায় ঘোষণা করে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ এবং বাকি চার জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত বছরের ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

18m ago