নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর

ইরফান সেলিমের গাড়ি চালক ১ দিনের রিমান্ডে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রাস্তায় মারধরের অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করেছেন নৌবাহিনীর কর্মকর্তা লেফটেনেন্ট ওয়াসিফ আহমদ খান। ছবি: প্রথম আলোর সৌজন্যে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আশফাক রাজিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রাতে নৌ বাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধরের ঘটনায় ইরফান সেলিমসহ (৩৭) চারজনের নামে এবং দুই-তিনজনকে অজ্ঞাত উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

মামলার অপর অভিযুক্ত হলেন--এবি সিদ্দিক দিপু (৪৫), মো. জাহিদ (৩৫) ও গাড়ি চালক মো. মিজানুর রহমান (৩০)।

আজ দুপুরে পুরান ঢাকায় হাজী সেলিমের একটি বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ইরফান ও তার দেহরক্ষীকে হেফাজতে নেয়।

আরও পড়ুন:

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে হাজী সেলিমের ছেলের বিরুদ্ধে মামলা

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago