জুভেন্টাসের বিপক্ষে কৌতিনহোকে পাচ্ছে না বার্সেলোনা
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ফুটবল ক্লাব বার্সেলোনার। লা লিগায় শেষ তিন ম্যাচে জয় নেই, হেরেছে শেষ দুটি ম্যাচে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দারুণ করেছে তারা। তবে পরের ম্যাচেই শক্তিশালী জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে দলটি। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে তারা। দলের অন্যতম সেরা তারকা ফিলিপ কৌতিনহোকে পাচ্ছে না কাতালান ক্লাবটি।
মূলত পায়ের পেশিতে চোট পেয়েছেন কৌতিনহো। রোববার এক বিবৃতিতে তার বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে তা জানায়নি তারা, 'পরীক্ষা করার পর রোববার সকালে ফিলিপ কৌতিনহোর বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ে। ঠিক কতদিন সে বাইরে থাকবে এটা নির্ভর করবে ইনজুরি কতোটা আঘাত কীভাবে বিকশিত হয়।'
গত শনিবার লা লিগায় ক্যাম্প ন্যুতে মৌসুমের এল ক্লাসিকোর ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন কৌতিনহো। রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি অবশ্য ৩-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সে ম্যাচ সহজ একটি সুযোগ নষ্ট করেছেন কৌতিনহো। তবে মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের হয়ে ছয়টি ম্যাচের সবকটিতেই খেলেছেন তিনি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে করেছেন একটি করে গোল।
তবে শুধু জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ নয়, ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের আগামী দুই ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ও ১৮ নভেম্বর উরুগুয়ের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
Comments