ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড

পুরান ঢাকায় হাজি সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, ওয়াকিটকি, মাদক জব্দ করেছে র‍্যাব। ছবি: শাহীন মোল্লা

বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানাধীন দেবিদাস ঘাট লেন হাজী সেলিমের পৈত্রিক বাড়িতে আজ বিকেলে অভিযানের পর র‌্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সংবাদ ব্রিফিংয়ে দণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে বিদেশি মদ রাখার জন্য ছয় মাস ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসসহ মোট এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া, ইরফানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে র‍্যাব পৃথক দুটি মামলা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, হাজী সেলিমের মালিকানাধীন পুরান ঢাকার চকবাজারের মদিনা-আশিক টাওয়ারে পরবর্তী অভিযান চালাতে র‍্যাব প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন:

ইরফান সেলিমের গাড়ি চালক ১ দিনের রিমান্ডে

হাজী সেলিমের ছেলে র‌্যাব হেফাজতে

Comments

The Daily Star  | English
Speaker Shirin Sharmin Chaudhury resigns

How could fugitive ex-Speaker submit biometrics for passport?

The question arises, if the passport employees got a trace of Shirin Sharmin then how come the police did not?

6h ago