৮ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
চলতি মাসের শুরুতে অবৈধভাবে ভারতে প্রবেশ করা আট বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ সোমবার বিএসএফ এর বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এই আট জনের মধ্যে ছয় জনকে গতকাল রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা সীমান্তে অবৈধভাবে মাছ ধরার জন্য গ্রেপ্তার করা হয়।
'১৪ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকায়, তারা ভারতের অংশে প্রবেশ করে মাছ ধরছিল,' বিএসএফ জানায়।
এতে আরও বলা হয়, অপর দুই জনকে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের দায়ে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে একজন কৃষক ও একজন কিশোর।
বিএসএফ গতকাল রোববার রাতে এই আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বলে জানানো হয়।
এ ধরনের পদক্ষেপে সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে আস্থা তৈরি হবে এবং এলাকার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত হবে বলে মনে করে বিএসএফ।
Comments