মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষীর বিশেষায়িত একটি দলের এক সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন।
আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মধ্য আফ্রিকার কাগা বন্দর থেকে একটি ওয়াটার বাউজার যাত্রা শুরু করে। আজ স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে ওয়াটার বাউজারটি ডেলে নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী ২০-২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ওই গাড়ির চালক ল্যান্স করপোরাল মো. আব্দুল্লাহ আল মামুন (৩৬) ঘটনাস্থলে মারা যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুর্ঘটনায় সার্জেন্ট মো. আব্দুস সামাদ (৩৫) ও সৈনিক মোকলেছুর রহমান (৩১) গুরুতর আহত হন। তাদের দেশটির রাজধানী বাঙ্গুইতে জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে উগান্ডায় পাঠানো হবে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা নিরাপদে আছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Comments