খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল, ৩ সদস্যের তদন্ত কমিটি

Train_Derailed_27Oct20.jpg
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ছবি: স্টার

দুর্ঘটনার প্রায় ১০ ঘণ্টা পরে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ১১টা ৪০ মিনিটে রেল যোগাযোগ সচল হয়েছে।

রাত ২টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে পাঁচটি ট্যাংকার লাইনচ্যুত হয়। দুটি ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গোলাম মোস্তফা আরও বলেন, দর্শনা থেকে পাথরবোঝাই ট্রেন ও যশোরের নোয়াপাড়া থেকে ডিজেলবোঝাই ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পাকশি’র সহকারী ট্রাফিক অফিসার আব্দুস সোবহানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments