নুসরাত ফারিয়া-অপূর্বর প্রথম সিনেমার শুটিং শুরু আগামীকাল
‘ছুঁয়ে দিলে মন’ সিনেমা পরিচালনা করে আলোচনায় আসেন পরিচালক শিহাব শাহীন। তার নতুন সিনেমায় অপূর্ব ও নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করেন চলতি বছরের শুরুতে। তবে, করোনার কারণে পিছিয়ে যায় শুটিং। একাধিকবার শুটিংয়ের তারিখ পিছিয়ে অবশেষে আগামীকাল বুধবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে সিনেমার শুটিং।
সিনেমার নাম- যদি কিন্তু তবুও।
দ্য ডেইলি স্টারকে শুটিং চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক শিহাব শাহীন ও অভিনেতা অপূর্ব।
অপূর্ব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন তো নাটক-সিনেমার শুটিং চলছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে এবং সচেতন হয়েই কাজটি করব। আমার বিশ্বাস এটি আমার ক্যারিয়ারের সেরা একটি কাজ হবে। দর্শকরা নতুন এক অপূর্বকে খুঁজে পাবেন।’
‘যদি কিন্তু তবুও’ সিনেমাটির সময়সীমা হবে ১২০ মিনিট।
পূর্ণাঙ্গ সিনেমা হলেও এটি মুক্তি পাবে ওয়েব প্ল্যাটফর্মে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর গল্পও লিখেছেন শিহাব শাহীন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিনেমাটি মূলত রোমান্টিক, সেই সঙ্গে কমেডি ঘরানার।’
অপূর্ব এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রথমবারের মত নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে নতুন সিনেমাটি করতে যাচ্ছি। পরিচালক শিহাব শাহীন একজন পরীক্ষিত পরিচালক। তার হাতে অবশ্যই ভালো কিছু হবে।’
অপূর্ব ও নুসরাত ফারিয়া ছাড়াও সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তারিক আনাম খান।
Comments