বেগমগঞ্জে সাদ্দাম বাহিনীর প্রধান গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন ও একটি হত্যা মামলায় পলাতক আসামি হাবিবুর রহমানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও চারটি কার্তুজ জব্দ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার এসব তথ্য নিশ্চিত করেছে। সাদ্দাম হোসেন (২৯) উপজেলার কোটরা মহব্বতপুর গ্রামের সায়েদুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কোটরা মহব্বতপুর গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। খুন, ধর্ষণ, অপহরণ ও অস্ত্র আইনসহ পাঁচটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় পাইপগান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
সেই রাতেই তুলাচারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হাবিবুর রহমানকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। গত জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ চলাকালে গোপালপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আনসার সদস্য মো নূর নবী হেঞ্জু (৪৫) হত্যা মামলার প্রধান আসামি হাবিবুর রহমান। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় সাদ্দাম হোসেন ও হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছ।
ওসি বলেন বেগমগঞ্জের ১৬ ইউনিয়নের কোথাও কোন বাহিনীর অস্থিত্ব রাখা হবে না। বেগমগঞ্জে একটাই বাহিনী থাকবে সেটা হলো পুলিশ বাহিনী।
Comments