করোনায় আক্রান্ত সংসদ সদস্য আবু জহির সিএমএইচে
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে তাকে স্থানান্তর করা হয়।
দুই দিন আগে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে আবু জাহির তার বাড়ি আইসোলেশনে ছিলেন। তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এমপি আবু জাহিরকে সিএমএইচে নেওয়া হয়েছে। ঢাকায় পৌঁছাতে ৪৫ মিনিট সময় লেগেছে।’
আবু জাহিরের ছোট ভাই বদরুল আলম বলেন, ‘করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও ব্যক্তিগত সহায়তাও পৌঁছে দিচ্ছিলেন ভাই।’
Comments