জয়ার অভিনয় জীবনের ৫ টার্নিং পয়েন্ট
একজন বহুমাত্রিক অভিনয় শিল্পীর নাম জয়া আহসান। দুই বাংলার চলচ্চিত্র প্রেমীদের মন জয় করেছেন তার অভিনয়ে দিয়ে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই শিল্পী।
জয়া আহসান অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- ডুব সাঁতার, ব্যাচেলর, গেরিলা, চোরাবালি, জিরো ডিগ্রী, সিটি অব জয়, রাজ কাহিনী, বিসর্জন, রবিবার, কণ্ঠ, দেবী, বিজয়া, বিনি সুতোয় ইত্যাদি। তার অভিনয় জীবনের পাঁচটি টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে।
তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের প্রথম টার্নিং পয়েন্ট, টেলিভিশন থেকে চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত। চলচ্চিত্রে আসার পর আর টেলিভিশন নাটকে ফিরিনি। দ্বিতীয় টার্নিং পয়েন্ট, কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়া এবং সেই সময়গুলো। এটা ২০১৩ সালের দিকে। সেখানে ‘আবর্ত’ নামে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছি।’
তিনি আরও বলেন, ‘মনের কথা শুনেই প্রতিটা চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাকে ভেবেই যে ছবির চরিত্র লেখা হয়েছে সেখানেই শুধু অভিনয় করেছি।’
নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ ছবিটা তার জীবনে আরেকটি বড় টার্নিং পয়েন্ট জানিয়ে তিনি বলেন, ‘ছবির বিলকিস বানু চরিত্রে অভিনয় করেছিলাম। এই ছবিতে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ১০টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় ছবিটা।’
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে তিনি বলেন, ‘২০১৩ সালে ৬৬তম কান চলচ্চিত্র উৎসবের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমাকে আমন্ত্রণ জানানো সত্যি অভিনয় জীবনের জন্য বড় স্বীকৃতি। এই উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণ ছিল আমার অভিনয় জীবনের আরেক টার্নিং পয়েন্ট।’
Comments