আগামীকাল দেশে ফিরছেন নায়ক ফারুক

Actor Faruk
অভিনেতা ফারুক। ছবি: স্টার ফাইল ফটো

স্বনামধন্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক গুরুতর অসুস্থ ছিলেন কয়েক মাস ধরে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় গত ১৩ সেপ্টেম্বর। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

কিছু টেস্টের পর তার রক্তে টিবি ধরা পড়েছে। সে অনুযায়ী চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন এই অভিনেতা। প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন বলে সিঙ্গাপুর থেকে দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন অভিনেতা ফারুক।

তিনি বলেন, ‘আগামীকাল ২৯ তারিখ সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে রওনা দেবো। দেশবাসীর দোয়ায় আমি এখন সুস্থ। জ্বর নেই, অন্যান্য সমস্যাগুলোও প্রায় কেটে গেছে। দেশের ফিরতে মন ব্যাকুল হয়ে আছে।’

‘সুজন সখী’-খ্যাত এই অভিনেতা আরও বলেন, ‘অনেকেই আমার খোঁজ-খবর নিয়েছেন। সবার কাছে আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। সবসময় আমি আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’

গত ১৮ আগস্ট তীব্র জ্বর নিয়ে প্রথমে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ফারুক। এরপর আরও কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু, তার শারীরিক সমস্যাটি ধরা পড়ছিল না। অবশেষে চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। সঙ্গে ছিলেন সহধর্মিনী ফারহানা ফারুক।

Comments

The Daily Star  | English

Shut down Awami League offices in India: Dhaka to Delhi

Foreign ministry says attention of Bangladesh govt has been drawn to reported establishment of AL offices in Delhi, Kolkata

1h ago