পয়েন্ট হারালেও ইতিবাচক দিকগুলো দেখছেন জিদান

শিষ্যদের ঘুরে দাঁড়ানোর মানসিকতায় ভীষণ খুশি তিনি।
zidane
ছবি: রয়টার্স

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে পূর্ণ পয়েন্ট হারাতে পারত রিয়াল মাদ্রিদ। শেষ দিকে ছয় মিনিটের দুই গোলে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। শিষ্যদের ঘুরে দাঁড়ানোর এমন মানসিকতায় ভীষণ খুশি দলটির কোচ জিনেদিন জিদান। ম্যাচের ফল স্প্যানিশ পরাশক্তিদের স্কোয়াডের হার না মানা বৈশিষ্ট্য তুলে ধরেছে বলেও মনে করছেন তিনি।

মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপে মনশেনগ্লাডবাখের মাঠে ২-২ ব্যবধানে ড্র করে রিয়াল। মার্কাস থুরামের জোড়া গোলে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত পিছিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। ৮৭তম মিনিটে ব্যবধান কমান ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতা টানেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘এই ফল আমাদের দলের মানসিকতাকে তুলে ধরে। আমাদের এই ড্র প্রাপ্য ছিল। আমার ভাবনায় আরও বেশি কিছু রয়েছে। আমি খেলোয়াড়দের প্রতিক্রিয়াতে ভীষণ আনন্দিত এবং আমাদের জন্য এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ।’

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুই লেগে ম্যানচেস্টার সিটির কাছে হার। এবার শুরুতেই শাখতার দোনেৎস্কের কাছে পরাজিত হওয়া। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে টানা চার ম্যাচে হারের শঙ্কায় ছিল প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। তবে চরম নাটকীয়তায় পয়েন্টের খাতা খোলে রিয়াল।

দল ভালো খেললেও ‘কিছু একটা’র ঘাটতি অনুভব করছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা জিদান, ‘আমরা পুরো ম্যাচে ভালো খেলেছি। কিন্তু এটা নিশ্চিত যে, আমাদের কিছু অপূর্ণতা ছিল। সেকারণে আমরা জিততে পারিনি। তবে আমাদের নিজেদের পরিকল্পনায় আস্থা আছে।’

ইউক্রেনের শাখতার দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। জার্মানির মনশেনগ্লাডবাখ ও ইতালির ইন্টার মিলানের পয়েন্ট সমান ২ করে। আসরের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল ১ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের তলানিতে।

রিয়ালের কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা জিদান যোগ করেছেন, ‘ভালো অনেক কিছুই এ ম্যাচে ছিল। আর কোনো ম্যাচই এখন সহজ নয়। আমরা যদি এভাবে খেলি, তাহলে আমরা ভালো করব এবং নকআউট পর্বে জায়গা করে নিব।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago