২৯ নভেম্বর যমুনায় রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

যমুনা নদীতে বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হতে চলেছে আগামী ২৯ নভেম্বর। রেল সেতুটি চালু হলে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমার পাশাপাশি স্বাভাবিক গতিতে ট্রেন সেতু পার হতে পারবে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন আজ টাঙ্গাইলে রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শন করে এসব তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি। ২০২৫ সালের মধ্যে বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে নতুন সেতুর নির্মাণ কাজ শেষ হবে জানান তিনি।

রেল সেতুর নির্মাণ কাজ শুরু করতে আর কোনো জটিলতা নেই উল্লেখ করে মন্ত্রী জানান, সেতুটি নির্মাণের জন্য ইতোমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

মন্ত্রী জানান, এই সেতু নির্মিত হবে জাপানের জাইকার সহযোগিতায়। বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে মাত্র ২০ কিলোমিটার গতিতে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করতে পারবে।

এছাড়াও ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের যাতায়াত সহজ করতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন স্থাপনের আরেকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার কাজ ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে বলে মন্ত্রী জানান।

Comments