রংপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এএসআই গ্রেপ্তার
রংপুরে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এক সহকারী উপপরিদর্শককে গ্রেপ্তার করছে পিবিআই। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় এখন পর্যন্ত দুই নারীসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বিকালে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম ভুক্তভোগী কিশোরী ও এই মামলায় গ্রেপ্তার দুই পুরুষ আসামির জবানবন্দি রেকর্ড করেন। ধর্ষণে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার দুই নারীকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
Comments