শীর্ষ খবর

বিচারবহির্ভূত হত্যা কমেছে: আসক

গত তিন মাসে বিচারবহির্ভূত হত্যা কমেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আগস্ট থেকে নয় জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

গত তিন মাসে বিচারবহির্ভূত হত্যা কমেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আগস্ট থেকে নয় জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভার্চুয়াল কনফারেন্সে সংগঠনের সহকারী সমন্বয়ক তামান্না হক বলেন, গত ৩১ জুলাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যাকাণ্ডের পরে বিচারবহির্ভূত হত্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। 

তিনি আরও বলেন, চলতি বছরে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২১৯ জন পুলিশ হেফাজতে কিংবা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসে নিহত হয়েছেন ৫০ জন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এবং আসকের নিজস্ব পরিসংখ্যানের ওপর ভিত্তিতে করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

কনফারেন্সে অংশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নাসিমা বেগম বলেন, কোনো বিবেকবান ব্যক্তি বা প্রতিষ্ঠান বিচারবহির্ভূত হত্যা সমর্থন করতে পারে না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ গত ৩১ জুলাই কক্সবাজারের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

7h ago