হত্যার ২২ বছর পর টাঙ্গাইলে ৬ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে একটি হত্যা মামলায় ২২ বছর পর ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— সদর উপজেলার রশিদপুর গ্রামের আ. কাদের, চান খা, শহীদ, ওয়াজেদ, আবুল ও রুপচান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর আলী খান জানান, ১৯৯৮ সালের ২২ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে রশিদপুর গ্রামের বাহাদুর খাকে কুপিয়ে হত্যা করা হয়। পর দিন নিহতের ভাই আব্দুল কুদ্দুস টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৯ আগস্ট ১২ জনের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
Comments