৪৮ ঘণ্টা পর সাড়া দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়

সৌমিত্র চট্টোপাধ্যায়, ফেলুদা, সত্যজিৎ রায়,
সৌমিত্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় প্রায় ৪৮ ঘণ্টা পর সাড়া দিয়েছেন। তবে, তার অবস্থা এখনো সংকটাপন্ন। তার তন্দ্রাচ্ছন্ন ভাব থাকলেও কিছুটা সাড়া দিয়েছেন বর্ষীয়ান এ অভিনেতা।

আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের একাধিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

দুপুরের দিকে বেলভিউ হাসপাতালের ডা. অরিন্দম কর জানিয়েছেন, গত চারদিনের মধ্যে আজই সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা কিছুটা স্থিতিশীল। কোনো ধরনের সহায়তা ছাড়াই তার রক্তচাপ স্বাভাবিক আছে।

তবে, এখনো ভেন্টিলেশনেই আছেন জনপ্রিয় এই অভিনেতা। ৪০-৫০ শতাংশ অক্সিজেন সহায়তা দেওয়া হচ্ছে। এতে তার শরীরে অক্সিজেন স্যাচুরেশন আছে ৯৫-১০০ শতাংশ।

ডা. অরিন্দম জানিয়েছেন, গতকাল বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম দফার ডায়ালাইসিস করা হয়েছে। এর ফলে ইউরিয়া, ক্রিয়েটিনিন ও অন্যান্য প্যারামিটারের উন্নতি হয়েছে।

সব দিক বিবেচনা করে আজ বৃহস্পতিবার আরও একবার তার ডায়ালাইসিসের সিদ্ধান্ত হয়েছে। এভাবে পরপর তিনটি ডায়ালাইসিস হওয়ার কথা। পুরো বিষয়টি দেখাশোনা করছে হাসপাতালের ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করেন। সত্যজিতের ৩৪টি সিনেমার মধ্যে ১৪টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সিনেমা ছাড়াও নাটক ও যাত্রায় অভিনয় করেছেন তিনি। আর অভিনয় ছাড়াও লেখালেখি ও আবৃত্তি করেন গুণী এই শিল্পী।

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

29m ago