জনস্বাস্থ্য ইনস্টিটিউটে নারীদের হিজাব, পুরুষদের টাকনুর ওপর কাপড় পরার নির্দেশ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম কর্মীদের পোশাক নির্দিষ্ট করে দিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে পুরুষ কর্মীদের টাকনুর ওপরে ও মহিলাদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরার নির্দেশনা দেন তিনি।
নির্দেশনায় বলা হয়, ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল ফোন সাইল্যান্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর উপরে ও মহিলা হিজাবসহ টাকনুর নীচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
দ্য ডেইলি স্টার এই নির্দেশনা জারির কারণ জানতে আবদুর রহিমকে ফোন কল ও বার্তা পাঠালেও তিনি ফোন রিসিভ করেননি, জবাবও দেননি।
জানতে চাইলে ডিজিএইচএসের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, 'তিনি এটা করতে পারেন না। কোনও প্রক্রিয়া না মেনে, তিনি এ নির্দেশনা জারি করেছেন। আমরা তাকে তাৎক্ষণিকভাবে এটি প্রত্যাহার করতে বলেছি।'
Comments