নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: সোহাগ মেম্বারের জামিন আবারও নামঞ্জুর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরাল মামলার আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের (৪২) দ্বিতীয় দফায়ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরাল মামলার আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বারের (৪২) দ্বিতীয় দফায়ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ সালাহ উদ্দিন অহমেদ সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, ওই ঘটনার সঙ্গে মোয়াজ্জেম হোসেন সোহাগ মেম্বার জড়িত থাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার জামিনের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ সালাহ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হয়। তবে, তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় নিজে নিজের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক সোহাগ মেম্বারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

এর আগে, গত ১৩ অক্টোবর তিনি প্রথম জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

12m ago