ম্যানইউর সঙ্গে চুক্তি বাতিল করতে চান রোমেরো!
সময়টা ভালো না গেলেও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান গোলরক্ষক হিসেবেই আছেন দাভিদ দি গিয়া। তার উপর আস্থা হারাননি কোচ ওলে গানার সুলশার। বিকল্প গোলরক্ষক হিসেবে শেফিল্ড ইউনাইটেড থেকে ফিরে এসেছেন ডিন হেন্ডারসন। আছেন লি গ্রান্টও। তাই ম্যানচেস্টারে নিজের ভবিষ্যৎ আর দেখছেন না দলের আরেক গোলরক্ষক সের্জিও রোমেরো। চুক্তি বাতিল করে নিজ দেশে ফিরে যেতে চান বলেই সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টার।
অন্যদিকে সাবেক ক্লাব রেসিং রোমেরোকে পাওয়ার আগ্রহও দেখিয়েছে। যদিও সেক্ষেত্রে বেতন ভাতায় বড় অঙ্কের ছাড় দিতে হবে তাকে। ইউনাইটেড থেকে সাপ্তাহিক এক লাখ ইউরো পান রোমেরো। কিন্তু মূল ব্যাপার যেটা, সেটাই পাচ্ছেন না তিনি। ম্যাচ খেলার সুযোগ নেই বললেই চলে। তাই ক্লাব ছাড়ার বিকল্প কিছু দেখছেন না এ আর্জেন্টাইন।
ক্লাবের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলতে হবে জেনেই ২০১৫ সালে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোমেরো। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলা এ গোলরক্ষক অন্য দলে যোগ দিলে প্রধান গোলরক্ষক হিসেবেই জায়গা পেতে পারেন। কিন্তু ইউনাইটেডে মূল গোলরক্ষক হওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। কিন্তু দি গিয়ার একের পর এক ভুলের পরও তার উপর কোচের আস্থা দেখে হতাশ হয়ে পড়েন রোমেরো।
তবে ইংলিশ লিগের ম্যাচে সুযোগ না পেলেও কাবায়ারো কাপ ও এফএ কাপে সুযোগ পেতেন রোমেরো। কিন্তু হেন্ডারসন যোগ দেওয়ায় সেটাও এখন কঠিন হয়ে গেছে তার জন্য। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাঠে নামাই হয়নি তার।
মৌসুমের শুরুতে তাই দল ছাড়ার চেষ্টা করেছিলেন রোমেরো। এভারটনের সঙ্গে আলোচনাও চূড়ান্ত ছিল। কিন্তু শেষপর্যন্ত যাওয়া হয়নি। এদিকে ডেডলাইন শেষ হওয়ায় দল বদলের কোনো আশা দেখছেন না এ আর্জেন্টাইন। তাই বাধ্য হয়েই ম্যানচেস্টারের সঙ্গে চুক্তি বাতিল করতে চাইছেন তিনি। সেক্ষেত্রে নিজ দেশে কিংবা মেজর সকার লিগে যোগ দিতে পারবেন এ গোলরক্ষক।
আগামী মৌসুমেই ম্যানইউর সঙ্গে চুক্তির মেয়াদ ফুঁড়বে তার। যদিও আরও এক বছর বেশি থাকতে হতে পারে তাকে। চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ শেষের পরও রোমেরোকে চাইলে এক বছরের খণ্ডকালীন চুক্তি করতে পারবে ইউনাইটেড। কিন্তু দলটিতে থাকার আর কোনো ইচ্ছাই নেই রোমেরোর।
Comments