বরিশালে বোমা বানাতে গিয়ে যুবক গুরুতর আহত
বরিশালের হিজলা উপজেলায় ঘরে বোমা বানাতে গিয়ে রাকিব মাল (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার দুই হাতের কব্জির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শুক্রবার সকালে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব ওই গ্রামের কালাম মালের ছেলে। রাকিব স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করে।’
অসীম কুমার সিকদার আরও বলেন, ‘রাকিব বোমা বানানোর চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। তাকে আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কেন বোমা বানাচ্ছিল তা জানা যায়নি। তবে ওই পরিবারের বিরুদ্ধে ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে।’
Comments