পটুয়াখালীতে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক গৃহবধূকে (৩০) যৌন হয়রানির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৯ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূ তার দুই বছরের শিশুর জন্য ওষুধ কিনতে একটি ফার্মেসিতে গেলে ওই ফার্মেসির মালিক ও কথিত গ্রাম্য চিকিৎসক তার মুখ চেপে ধরে যৌন হয়রানি করেন। পরে গৃহবধূ ওই অভিযুক্তকে ধাক্কা দিয়ে বের হয়ে আসতে সক্ষম হন। ঘটনার পর ওই ওষুধ ব্যবসায়ী বিষয়টি কাউকে না জানাতে ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। পরবর্তীতে এলাকায় ঘটনার জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগী নারী গতকাল সন্ধ্যায় থানায় গিয়ে নিজে বাদী হয়ে ওই ওষুধ ব্যবসায়ীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মির্জাগঞ্জ থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Comments