বার্সা-রিয়ালের জন্য দু'ধরনের সুখবর

দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জন্য মিশ্র সময়ই যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা করেছে বার্সেলোনা। কিন্তু লা লিগায় খোঁড়াচ্ছে দলটি। আবার লা লিগায় এল ক্লাসিকো জিতে ছন্দে আছে রিয়াল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অবস্থা খুবই বাজে। তবে সামনের দিনগুলোর জন্য ভালো সংবাদ পাচ্ছে দলদুটি।
ছবি: টুইটার

দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জন্য মিশ্র সময়ই যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সূচনা করেছে বার্সেলোনা। কিন্তু লা লিগায় খোঁড়াচ্ছে দলটি। আবার লা লিগায় এল ক্লাসিকো জিতে ছন্দে আছে রিয়াল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে অবস্থা খুবই বাজে। তবে সামনের দিনগুলোর জন্য ভালো সংবাদ পাচ্ছে দলদুটি।

বৃহস্পতিবার দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ডান হাঁটুতে অস্ত্রোপচার করানোর কারণে চলতি মৌসুমে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি তার। এককভাবে জিমে কিছু দিন যাবত অনুশীলন করলেও এই প্রথম দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন এ জার্মান গোলরক্ষক। তার জায়গায় গোলবার ভালোভাবেই সামলাচ্ছেন নেতো।

তবে শনিবার আলাভেজের বিপক্ষে স্কোয়াডে টের স্টেগেনের থাকার খুব একটা সম্ভাবনা নেই। এছাড়া দলের আরেক তারকা স্যামুয়েল উমতিতিও ফিরেছেন ইনজুরি থেকে। সতীর্থদের সঙ্গে একত্রে অনুশীলনও করছেন এ ডিফেন্ডার।

রিয়াল মাদিদের জন্য সংবাদটা একটু ভিন্ন ধরণের। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরবর্তী ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে দলটি। আর সে ম্যাচে ইন্টারের সেরা তারকা রোমেলু লুকাকুর খেলা নিয়ে সন্দেহ রয়েছে। শাখতার দোনেস্কের বিপক্ষে গোলশূন্য ড্র করার দিনে নিগেল ইনজুরিতে পড়েছেন লুকাকু। তবে বুধবার এমআরআই করানো হবে তার। তখনই নিশ্চিত হওয়া যাবে আসলেই মাদ্রিদের বিপক্ষে ম্যাচ মিস করবেন কি-না এ বেলজিয়ান।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

9m ago