আরও হামলার আশঙ্কায় ফ্রান্সে সতর্কতা

ফ্রান্সের বিভিন্ন উপাসনালয় ও স্কুলের মতো গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: রয়টার্স

ফ্রান্সে গত দুই সপ্তাহে দুটি সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সেখানে আরও হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে দেশটি। আজ শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দামারনিনের বরাত দিয়ে রয়টার্স বিষয়টি জানিয়েছে।

গতকাল ‘আল্লাহু আকবর’ বলে এক নারীর শিরশ্ছেদ এবং নিসের একটি গির্জায় দুজনকে হত্যা করার কথা উল্লেখ করে আরটিএল রেডিওকে তিনি বলেন, ‘আমরা এমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি যা ভেতরে ও বাইরে উভয় দিকেই আছে। আমাদের বুঝতে হবে এই ভয়ঙ্কর হামলার মতো আরও কিছু ঘটনা ঘটছে এবং ঘটবে।’

ফরাসি প্রেসিডেন্টের নির্দেশে দেশটির বিভিন্ন উপাসনালয় ও স্কুলের মতো গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে।

ইসলাম ধর্মের নবী মোহাম্মদের (সা.) জন্মদিনের প্রাক্কালে ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনা ঘটে। ফ্রান্সে নবীর কার্টুন প্রকাশের অধিকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলমানদের ক্রমবর্ধমান ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে রাস্তায় সমাবেশ করে ফ্রান্সের নিন্দা করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশে কয়েক হাজার মুসলমান বিক্ষোভ করে ফরাসী পণ্য বর্জনের আহ্বান জানায়। বিক্ষোভে ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী’ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোর পোস্টার প্রদর্শন করা হয়।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago