তুরস্কের পশ্চিম উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
আজিয়ান সাগরে তুরস্কের পশ্চিম উপকূল ও গ্রীক দ্বীপপুঞ্জে ছয় দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ শুক্রবার তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ জানায়, এ ভূমিকম্প ইস্তাম্বুলসহ তুরস্কের কয়েকটি শহরেও অনুভূত হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানায়, ৬.৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিমের ইজমির প্রদেশের সাফারিহিসার উপকূলে আঘাত হানে। আজিয়ান সাগরের এ কম্পন তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমির ছাড়াও উত্তরের ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু বলেন, ‘ইজমিরের বায়রাকলি ও বোর্নোভা ডিস্ট্রিক্টে ছয়টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া, উজাক, ডেনিজলি, মনিসা, বালিকাসির, আইদান ও মুগলাসহ কয়েকটি প্রদেশ থেকে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।’
ইজমির মেট্রোপলিটনের মেয়র টুন সোয়ার অবশ্য ধসে পড়া ভবনের সংখ্যা প্রায় ২০ এর কাছাকাছি বলে জানিয়েছেন।
ভূমিকম্পের কিছু সময়ের মধ্যেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইজমিরকে সহায়তা করতে সব সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন।
ইজমিরে ১৯৯৯ সালের এক ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ মারা গিয়েছিল।
Comments