বঙ্গোপসাগরে ৩-৬ নভেম্বর মালাবার মহড়ার প্রথম পর্ব

যুক্তরাষ্ট্রে রণতরী ইউএসএস নিমিটজ এর নেতৃত্বে ২০১৭ সালের মালাবার মহড়ায় ভারতীয় নৌবাহিনী, জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স ও ইউএস নেভি। ফাইল ছবি: এএফপি

ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া এই চার দেশের নৌবাহিনীর যৌথ অংশগ্রহণে ‘মালাবার’ মহড়ার প্রথম পর্ব আগামী ৩ থেকে ৬ নভেম্বর বঙ্গোপসাগরের বিশাখাপত্তমে অনুষ্ঠিত হবে। এ মহড়ার দ্বিতীয় পর্ব আগামী ১৭-২০ নভেম্বর আরব সাগরে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

আজ শুক্রবার ভারতের নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ভারতের নৌবাহিনী জানায়, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স ও রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির অংশগ্রহণে চলতি বছরের মালাবার মহড়ার প্রথম পর্ব বঙ্গোপসাগরে বিশাখাপত্তম থেকে শুরু হবে।

সূত্র জানায়, ১৭ থেকে ২০ নভেম্বর আরব সাগরে এ মহড়ার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। মহড়ার পরিকল্পনার বিষয়ে ভার্চুয়াল এক সম্মেলনের পর এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি বিবেচনা করে কোনো ব্যক্তিগত যোগাযোগ ছাড়াই কেবল ‘সামুদ্রিক’ অনুশীলন অনুষ্ঠিত হবে। একটি ‘মুক্ত, স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক’ এবং ‘নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থা’কে সমর্থন করতে এ মহড়ায় বন্ধু ভাবাপন্ন এই চার দেশের নৌবাহিনীর সমন্বয় প্রদর্শিত হবে। যা তাদের অংশীদারিত্বপূর্ণ মূল্যবোধ ও প্রতিশ্রুতির পরিচয় দেবে।

মহড়ার প্রথম পর্বে সমুদ্রপৃষ্ঠ, অ্যান্টি-সাবমেরিন ও অ্যান্টি-এয়ার যুদ্ধ পরিচালনা, ক্রস ডেক ফ্লাইং, সিম্যান শিপ, ফায়ারিংসহ জটিল ও উন্নত নৌ রণকৌশল অনুশীলন হবে বলে বিবৃতিতে বলা হয়।

১৯৯২ সালে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক অংশগ্রহণে এ মহড়া শুরু হয় এবং ২০১৫ সালে তৃতীয় পক্ষ হিসেবে জাপান এতে যোগ দেয়। এ বছর অস্ট্রেলিয়ার এতে যোগ দেওয়ার বিষয়টি গত সপ্তাহে নিশ্চিত করে ভারত।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

3h ago