১ হাজার ছক্কার চূড়ায় গেইল

৯৯৩ ছক্কা নিয়ে নেমেছিলেন ৪১০তম ম্যাচে । কার্তিক তিয়াগিকে ম্যাচের সপ্তম ছক্কা মেরে স্পর্শ করেন এই মাইলফলক
Chris Gayle
ছবি: আইপিএল ওয়েবসাইট

সিঙ্গেল নেওয়া বরং কঠিন, ছক্কা মারা তো ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের জন্য ডালভাত ব্যাপার। সে কথাই যেন আরেকবার মনে করিয়ে দিলেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে মেরে দিলেন ১ হাজারটি ছক্কা! 

শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে নেমে ১ রানের আক্ষেপে পুড়েছেন তিনি। ৬২ বলে আউট হয়েছেন ৯৯ রানে। তবে ৬ চারের সঙ্গে ৮ ছক্কা মেরে উঠে গেছেন অনন্য এক চূড়ায়। যেখানে আগে আর যাননি বিশ্বের কোন ক্রিকেটার। 

৯৯৩ ছক্কা নিয়ে নেমেছিলেন ৪১০তম ম্যাচে । কার্তিক তিয়াগিকে ম্যাচের সপ্তম ছক্কা মেরে স্পর্শ করেন এই হাজার ছক্কার মাইলফলক। পরে জোফরা আর্চারের বলে আরেক ছক্কা মেরেছিলেন গেইল। তাতে পৌঁছে যান ৯৯ রানে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন ২৩তম সেঞ্চুরির দ্বারপ্রান্তে। কিন্তু আর্চারের ইয়র্কারে স্টাম্প যায় তার। হতাশায় ব্যাট ছুঁড়েও মেরেছিলেন গেইল।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার ৫৭২। যার মধ্যে কেবল ছক্কা মেরেই নিয়েছেন ৬ হাজার ৬ রান! ১ হাজার ৪২টি। অর্থাৎ ছক্কা-চারেই তার রান ১০ হাজারের উপর। এই সংস্করণের রাজা গেইলের আছে ২২ সেঞ্চুরিও। 

গেইলের ১ হাজার ছক্কার আশেপাশে নেই আর কেউ। ৫২৪ ম্যাচে ৬৯০টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে আছেন আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ড। ৩৭০ ম্যাচে ৪৮৫ ছক্কা নিয়ে তিনে নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৩৪৩ ম্যাচে মেরেছেন ৪৬৭ ছক্কা।

৩৩৯ ম্যাচে ৪৪৭ ছক্কা আরও এক ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের। গেইলের ছক্কা রেকর্ডের ম্যাচে ২০ ওভারে ১৮৫ রান করে কিংস ইলেভেন পাঞ্জাব। রান তাড়ায় ঝড় তুলেন বেন স্টোকস, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথরা। ১৫ বল আগেই ৭ উইকেটে জিতে যায় রাজস্থান।

 

 

 

 

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

1h ago