কল্যাণপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ২

ছবি: স্টার

রাজধানীর কল্যাণপুরের নতুন বাজারের বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১১ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে আগুন রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে।

তবে, এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

মাহফুজ রিবেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আনোয়ার (২১) ও আক্তার (১৯) নামের দুজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৫০ শতাংশের মতো দগ্ধ হয়েছে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মিরপুর ফায়ার স্টেশনের লিডার মানিক আগুনে নেভানোর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে।’

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago