ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া
সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে জড়িয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে কয়েকটি আরব বাণিজ্য সমিতি ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবাদ হচ্ছে বাংলাদেশেও। সেই ধারাবাহিকতায় ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার।
আজ শনিবার দুপুরে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি আর কোনো দিন ফরাসি পণ্য ব্যবহার করবো না।’
গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ সংক্রান্ত পোস্ট দেন। তিনি লেখেন, ‘আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।’ এরপর হ্যাশট্যাগে ফরাসি পণ্য বর্জনের ডাক দেন নুসরাত ফারিয়া।
বর্তমানে নুসরাত ফারিয়া ‘পাতালঘর’ নামে একটি সিনেমার শুটিং করছেন। আগামী ৭ নভেম্বর থেকে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০১৫ সালে চলচ্চিত্রে আসেন নুসরাত ফারিয়া। ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিক’, ‘শাহেন শাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Comments