জুয়েলের দগ্ধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার আবু ইউসুফ শহিদুন্নবী জুয়েলের দগ্ধ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েলের দগ্ধ মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জুয়েলের চাচাতো ভাই জিতু কবির দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জুয়েলের ভগ্নীপতি আব্দুল মান্নানের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করেন। সেখান থেকে মরদেহ সরাসরি রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিয়ে যাওয়া হয়।
ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান জিতু কবির।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পীরগঞ্জের ধাপেরহাটে জুয়েলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা হবে রামনাথপুর গ্রামে। এশার নামাজের পর তাকে পিতার কবরের পাশে দাফন করা হবে।
আরও পড়ুন:
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ৩ মামলা, গ্রেপ্তার ৫
লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি
Comments