জয় দিয়েই ৩৯ বছর আগের রেকর্ড স্পর্শ লিভারপুলের

liverpool jota
ছবি: টুইটার

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার আগের রেকর্ড স্পর্শ করেছে লিভারপুল। অ্যানফিল্ডে টানা ৬৩ ম্যাচ ধরে হারের স্বাদ অজানা রয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। রেকর্ড ছুঁয়ে ফেলার ম্যাচে শনিবার রাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে অলরেডসরা।

লিগে অ্যানফিল্ডে সবশেষ ম্যাচটি লিভারপুল হেরেছিল ২০১৭ সালের এপ্রিলে। বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকের জোড়া গোলে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল ক্রিস্টাল প্যালেস। এরপর থেকে নিজেদের মাটিতে ক্লপবাহিনী অজেয়। ৬৩ ম্যাচের ৫২টিতে জিতেছে তারা, ড্র করেছে ১১টিতে।

লিভারপুলের টানা অপরাজিত থাকার আগের কীর্তিটি গড়া হয়েছিল ৩৯ বছর আগে, ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে। তখন দলটির কোচ ছিলেন বিখ্যাত বব পেইসলি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে হারের স্বাদ না পাওয়ার রেকর্ড অবশ্য চেলসির দখলে। ব্লুজরা এই কীর্তি গড়েছিল ২০০৮ সালে। তারা অপরাজিত ছিল টানা ৮৬ ম্যাচে।

রেকর্ডের রাতে শুরুতে পিছিয়ে পড়েছিল লিভারপুল। দশম মিনিটে বুক দিয়ে বল নামিয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন হ্যামারদের স্প্যানিশ ফরোয়ার্ড পাবলো ফোরনালস। বিরতির কিছুক্ষণ আগে মোহামেদ সালাহর কল্যাণে সমতায় ফেরে স্বাগতিকরা। স্পট-কিক থেকে বল জালে পাঠান মিশরের এই তারকা। আর নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে লিভারপুলের জয় নিশ্চিত করেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা। সতীর্থ জের্দান শাকিরির পাসে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

ম্যাচের ফল আরেকটি রেকর্ডের তালিকায় জায়গা করে দিয়েছে লিভারপুলকে। ঘরের মাঠে টানা তিন ম্যাচে প্রথমে গোল হজমের পরও  জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্লাব হিসেবে এমন নজির স্থাপন করেছে তারা। সর্বপ্রথম এমন কীর্তি গড়েছিল ব্ল্যাকবার্ন রোভার্স, ২০০৯ সালের ডিসেম্বরে।

সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে শিরোপাধারী লিভারপুল। ১৩ পয়েন্ট নিয়ে এভারটন দুইয়ে ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তিনে আছে। এভারটন অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

Comments

The Daily Star  | English

Legal notice served to Shakib Al Hasan Agro Farm seeking loan repayment of Tk 4.13cr

Two cheques issued by Shakib Al Hasan Agro Farm were dishonoured as there were insufficient funds in the account the company maintained with IFIC Bank.

24m ago