ফ্রান্সে চার্চের বাইরে ধর্মযাজকের বুকে গুলি

ফ্রান্সের লিওন শহরে একটি গির্জার সামনে এক ধর্মযাজক বন্দুকহামলার শিকার হন। ৩১ অক্টোবর ২০২০। ছবি: রয়টার্স

ফ্রান্সের লিওন শহরের একটি গির্জার সামনে বন্দুকহামলার শিকার হয়েছেন এক গ্রিক অর্থোডক্স ধর্মযাজক।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আহত ধর্মযাজকের নাম নিকোলাস কাকাভেলাকি (৫২)।

গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে গির্জার দরজা বন্ধ করার সময় ওই ধর্মযাজককে গুলি করা হয়। তিনি গুরুতর অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন আছেন।

কর্মকর্তারা বলছেন, এই হামলার পেছনে উদ্দেশ্য কী তা এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা সে ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি।

এদিকে, পুলিশ ও বিচার বিভাগীয় সূত্রে জানা গেছে— ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেরোরিস্ট প্রসিকিউটরদের এখনও যোগাযোগ করা হয়নি।

পুলিশ জানায়, এই হামলায় এক সন্দেহভাজনকে লিওনের একটি কাবাবের দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

লিওনের প্রসিকিউটর অফিসের সূত্রে জানা গেছে, হত্যাচেষ্টা মামলার তদন্ত শুরু হয়েছে।

শনিবারের এই হামলার মাত্র দু’দিন আগেই গত বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরের একটি চার্চে তিনজনকে হত্যা করা হয়।

চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্যারিসে বাকস্বাধীনতা নিয়ে ক্লাসে পড়ানোর সময় মহানবী হজরত মোহাম্মদের (সা.) কার্টুন দেখানোর জেরে স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি হত্যা করেন। সেই হত্যাকাণ্ডের পর ফ্রান্সে উত্তেজনা ছড়ায়।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago