অবসর ভেঙ্গে খেলায় ফিরছেন ইরফান পাঠান
চলতি বছরের শুরুতে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছিলেন ইরফান পাঠান। তবে সিদ্ধান্ত বদলে আবার খেলায় ফিরতে যাচ্ছেন তিনি। খেলবেন লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসরে।
লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এর দল ক্যান্ডি টাস্কার্স দলে ভিড়িয়েছে ভারতের অনেক জয়ের নায়ক এই বাঁহাতি পেসারকে।
আইপিএল ছাড়া দেশের বাইরের কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পান না ভারতের ক্রিকেটাররা। তবে দেশের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেললে তারা হয়ে যান মুক্ত। সেক্ষেত্রে থাকে না বাধা। সেই সুযোগই নিয়েছেন ইরফান।
অবশ্য বেশ কয়েকজন ক্রিকেটারের চোট ও আন্তর্জাতিক সূচি ব্যস্ততাও ইরফানের পক্ষে গেছে। বর্তমানে আইপিএলে ধারাভাষ্য দিতে থাকা এই ক্রিকেটার ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনকে নিশ্চিত করেছেন তার এলপিএল খেলার খবর, ‘এলপিএলে নামতে আমি উদগ্রীব। যদিও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলাম, তবে দুনিয়া ঘুরে খেলার মজাটা নিতে চাই। আশা করি নির্ভার হয়ে খেলতে পারব।’
কেবল এই টুর্নামেন্টই নয়, পরেও আরও খেলা চালাতে পারেন বলে আভাস দিয়েছেন তিনি, ‘দেখি এতে কি হয়, অবস্থা বুঝে এগুবো।’
২১ নভেম্বর শুরু হবে লঙ্কান প্রিমিয়ার লিগ। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
Comments