দীর্ঘদিন পর অনুশীলনে ফিরে ফিটনেসে নজর ডের

প্রায় ১০ মাস পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনে যোগ দিয়েছেন কোচ জেমি ডে।
jamie day
ছবি: ফিরোজ আহমেদ

প্রায় ১০ মাস পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনে ফিরেছেন কোচ জেমি ডে। প্রথম দিনেই তার নজর পড়েছে খেলোয়াড়দের ফিটনেসে। নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের আগে শিষ্যদের কারও কারও ফিটনেস নিয়ে যেমন তিনি উচ্ছ্বসিত, তেমনি কয়েকজনের ফিটনেস দেখে কিছুটা অতৃপ্তও।

করোনাভাইরাসের কারণে গত মার্চে বাংলাদেশ ছেড়েছিলেন ডে। জাতীয় দলকে নিয়ে শেষবার তিনি মাঠে নেমেছিলেন তারও প্রায় দুই মাস আগে।

les cleevely
ছবি: ফিরোজ আহমেদ

তিন দিন আগে বাংলাদেশে ফেরার পর রবিবার প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেন ডে। সঙ্গে ছিলেন সহকারী কোচ স্টুয়ার্টকিস ও নতুন গোলরক্ষক কোচ লেস ক্লিভলি। গত ২৪ অক্টোবর থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হলেও এতদিন ফুটবলারদের দেখভাল করেছেন স্থানীয় কোচরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইংলিশ কোচ ডে জানান, ‘খেলোয়াড়রা অনেক দিন থেকে মাঠে নেই। তাই ফিটনেস আগের মতো থাকবে না। তবে গত কয়েক দিন তারা কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনে খেলোয়াড়দের উন্নতি চোখে পড়েছে। কিছু খেলোয়াড়ের ফিটনেস ভালো অবস্থানে আছে। আবার অনেকের ফিটনেসে ঘাটতি আছে।’

bangladesh football team
ছবি: ফিরোজ আহমেদ

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের চলতি বছরের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। তাই গত জানুয়ারির বঙ্গবন্ধু গোল্ডকাপের পর আর মাঠে নামা হয়নি জামাল ভূঁইয়া-তপু বর্মণদের। লম্বা বিরতির পর আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ডে যোগ করেছেন, ‘হাতে আরও কয়েক দিন সময় আছে। গোটা দলকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে হবে। আগামী ১০ দিনের মধ্যে দেখতে হবে খেলোয়াড়দের ফিটনেস কী অবস্থায় আছে।’

Comments

The Daily Star  | English

22 garment factories shut in Ashulia as workers' demands not met

At least 22 factories were declared closed for an indefinite period today as their negotiations with the factory owners over various demands remain unresolved

8m ago